ডিসেম্বরের মধ্যে লাইফ বীমার অনিবন্ধিত শাখা কার্যালয়ের অনুমোদন গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সকল লাইফ বীমা কোম্পানির অনিবন্ধিত শাখা কার্যালয়ের অনুমোদন গ্রহণের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ লক্ষ্যে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে নির্ধারিত চেকলিস্ট অনুসারে পূর্ণাঙ্গ আবেদন পাঠাতে বলা হয়েছে।  

লাইফ বীমা কোম্পানিগুলোর শাখা কার্যালয়ের তথ্য চেয়ে গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) ইস্যুকৃত চিঠিতে এই নির্দেশ জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। চিঠিতে সকল লাইফ বীমা কোম্পানির শাখা কার্যালয় সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে আগামী ৩ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

ওই চিঠিতে আরো বলা হয়েছে, ২০১৭ সালের ৬ ডিসেম্বর শাখা কার্যালয় খোলাসহ ৫টি বিষয়ের চেকলিস্ট অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রেরণের নির্দেশ প্রদান করে সকল বীমাকারীকে পত্র প্রদান করা হয় এবং সেই পত্রে উল্লেখ করা হয় যে, অসম্পূর্ণ আবেদন কর্তৃপক্ষ কর্তৃক বিবেচনা করা হবে না।

কিন্তু অধিকাংশ কোম্পানি অসম্পূর্ণ আবেদন দাখিল করে আসছে। যে সকল শাখার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু অনুমোদন পাওয়া যায়নি, আগামী ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে সেই সকল শাখার অনুমোদন গ্রহণ করতে হবে।

এ লক্ষ্যে কর্তৃপক্ষ গঠনের পর থেকে অদ্যবধি আবেদনকৃত কিন্তু লাইসেন্স প্রাপ্ত হয়নি এমন সকল আবেদনের অফিস কপি সংযুক্ত করে কর্তৃপক্ষের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী কাগজপত্র আগামী ৭ কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এক্ষেত্রে শাখা স্থাপনের ফি ও ভ্যাট পরিশোধের প্রামাণিক কাজগপত্রসহ কর্তৃপক্ষের লাইফ অনুবিভাগের নিবন্ধন ও মূলধন শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. শাহ আলম।