ফারইস্টের মুখ্য নির্বাহী হেমায়েত উল্লাহকে অপসারণের বৈধতা প্রশ্নে রুল
নিজস্ব প্রতিবেদক: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হেমায়েত উল্লাহকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটে রুল নিশি জারি করেছেন হাইকোর্ট ডিভিশন।
অপসারণের আদেশটি আইনসম্মত কর্তৃপক্ষ কর্তৃক করা হয়নি এবং এর কোন আইনগত ভিত্তি নেই বলে ঘোষণা করা হবে না কেন এ ব্যাপারে আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য আদেশ প্রদান করেছেন আদালত।
গত ১৭ নভেম্বর বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের ডিভিশন বেঞ্চ রুল জারি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মনজুরুল হক ও ব্যরিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
রুলের বিষয়ে ব্যরিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ২০১৯ সালে এ ধরণের অভিযোগের বিষয়ে তদন্ত করে আমার মক্কেলকে দায়মুক্তি দেয়া হয়েছিল। এখন আবার হঠাৎ করেই তাকে অপসারণ করা হয়েছে। যা আইন এবং বিধিসম্মত হয়নি।
তার অপসারণকে চ্যালেঞ্জ করে আমরা রিট আবেদন করেছিলাম। আদাল এর শুনানির জন্য এক সপ্তাহের রুল নিশি জারি করেছেন, যুক্ত করেন ব্যরিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ।
এর আগে ১৫ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উল্লাহকে অপসারণ করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। একইসাথে পরবর্তী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ মুখ্য নির্বাহী নিয়োগের নির্দেশ দেয়া হয়।
আইডিআরএ পরিচালক শাহ আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, কোম্পানি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম, বীমা পলিসি গ্রাহক ও বীমাকারীর স্বার্থের জন্য ক্ষতিকর ও পরিপন্থী কর্মকাণ্ড কর্তৃপক্ষের নজরে এসেছে।
এ ছাড়াও হেমায়েত উল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রাখা এবং মিথ্যা তথ্য সম্বলিত সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। একইসঙ্গে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে বলে কর্তৃপক্ষের নিকট তথ্য রয়েছে।
ফলে বীমা আইন ২০১০ এর ৫০ ধারা মোতাবেক বীমা পলিসি গ্রাহকের স্বার্থ নিশ্চিত করতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উল্লাহকে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ থেকে অপসারণ করা হয়েছে।
তবে চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ থেকে হেমায়েত উল্লাহকে অপসারণ করা হলেও কোম্পানি পরিচালনায় আর্থিক অনিয়ম ও অন্যান্য দায় থেকে অব্যহতি পাবে না।