আইডিআরএ’র সদস্য নিয়োগ: বয়স সংক্রান্ত শর্তের বৈধতা জানতে চেয়ে রিট আবেদন
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) দু'জন সদস্য নিয়োগ দিতে গত ২২ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
ওই বিজ্ঞপ্তিতে বয়স সংক্রান্ত শর্তের বিষয়টি আইনের সাথে সাংঘর্ষিক দেখিয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা।
গত রোববার (৫ ডিসেম্বর) এই রিট আবেদন করা হয়। রিট নং ১১৮৭৮/২০২১।
রিটের বিষয়টি শুনানির জন্য অপেক্ষমান রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী তনয় কুমার সাহা।
রিট আবেদনে আইনজীবী তনয় কুমার সাহা উল্লেখ করেন, নিয়োগ বিজ্ঞপ্তির বয়স সংক্রান্ত শর্তটি সরাসরি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ৭ ধারার ৩(ছ) উপ-ধারার পরিপন্থী।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর আইনের বিধান পরিপালন না করা হলে বীমা শিল্প যোগ্য ও অভিজ্ঞ লোক থেকে বঞ্চিত হবে।
২০১১ সালে যাত্রা শুরু করে আইডিআরএ। আইডিআরএ’র সদস্য (নন-লাইফ) পদে সর্বশেষ দায়িত্ব পালন করেন জুবের আহমেদ খাঁন। ২০১৪ সালের ৪ মার্চ থেকে ২০১৭ সালের ৩ মার্চ পর্যন্ত তিনি এ পদে ছিলেন।
সদস্যপদে (লাইফ) সর্বশেষ দায়িত্ব পালন করেছেন আইডিআরএ’র বর্তমান চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। ২০১৮ সালের ৪ এপ্রিল থেকে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।
২০২০ সালের ২৭ সেপ্টেম্বর তিনি আইডিআরএ’র চেয়ারম্যান পদে নিয়োগ পান। এরপর থেকে এ পদও শূন্য রয়েছে। আইডিআরএ’র মোট সদস্য থাকার কথা চারজন। একজন আইনসংক্রান্ত বিষয় এবং অন্যরা প্রশাসনের দায়িত্বে।
বিজ্ঞপ্তি অনুসারে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) ও সদস্য (নন-লাইফ) পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেবে সরকার।
নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীর যোগ্যতায় বলা হয়েছে, বীমা, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন বা আইন বিষয়ে অধ্যয়নসহ বীমা খাতে অন্যূন ২০ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
আবেদনের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচিতি, সকল শিক্ষাগত যোগ্যতা (বিভাগ/শ্রেণি/জিপিএ উল্লেখপূর্বক), চাকরির ধারাবাহিক বিবরণী (দায়িত্বসহ), পেশাগত প্রশিক্ষণ ইত্যাদি উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দাখিল করতে হবে।
আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বেধে দেয়া হয়েছে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে ৬০ বছর।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। তবে শিক্ষা জীবনের কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী বা সমতুল্য জিপিএ গ্রহণযোগ্য হবে না।
সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, পরীক্ষার মার্কশিট/গ্রেড পয়েন্টের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্টের সত্যায়িত কপিসহ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবরে আবেদনপত্র রেজিস্টার্ড ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।
আবেদনের সময়সীমা আগামী ২৬ ডিসেম্বর, ২০২১ তারিখ বিকেল ৫টা। নির্ধারিত সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
নিয়োগকৃত সদস্যদের বেতন-ভাতাদি সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং কর্তৃপক্ষ যেকোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল বা পরিবর্তন অথবা পরিবর্ধন এবং যেকোন প্রার্থীর আবেদন বিবেচনা বা বাতিলের নিরঙ্কুশ ক্ষমতা সংরক্ষণ করেন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. জাহিদ হোসেন, যিনি আইডিআরএ’র সদস্য (লাইফ) এবং সদস্য (নন-লাইফ) পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাছাই কমিটির সদস্য সচিব।