প্রতিবন্ধীদের সুযোগ দিলে তারাও ভালো কিছু করবে: অর্থ মন্ত্রণালয়ের সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধীদের সুযোগ দিলে তারাও ভালো কিছু করবে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পরিকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তাদেরকে প্রতিবন্ধী বলে দূরে ঠেলে না দিয়ে, তাদেরকে এগিয়ে নিতে চেষ্টা করতে হবে সকলকে। সমাজকল্যাণ মন্ত্রাণলায় এই সব পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে কাজ কতেছে। বর্তমানে সরকার অর্থনীতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ণে কাজ করে যাচ্ছে, এই  বীমা পরিকল্প তারই প্রমাণ।

এই সব পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেয়ার জন্য যারা কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটি একটি সরকারের সাফল্য। আর এই সাফল্য সাবার মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশের মানুষ যেন বুঝতে পারে এই সরকার জনগণের সরকার, জনগণের জন্য কাজ করে।

তিনি আরো বলেন, তাদের জীবন সুন্দর ভাবে পরিচালনা করার জন্য এবং আট-দশটি মানুষের মত তারাও যেন চলতে পাবে। তাদের সুরক্ষা দেয়ার জন্য এই বীমা পরিকল্প। বিআইএর প্রেসিডেন্টের সাথে এক মত হয়ে আামিও বলতে চাই এই বীমা পরিকল্পটি আরো সম্প্রসারন করতে হবে। বড় পরিসরে ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রাণলায়ের সচিব মাহফুজা আক্তার, বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা।

অনলাইন প্লাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ বাস্তবায়নে সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট (এনডিডি)’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।