বীমা দিবসের র্যালি হবে স্থির, অংশ নিতে পারবে সর্বোচ্চ ৫০
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আগামী ১ মার্চ জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ উপলক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
তবে করোনা পরিস্থিতির কারণে এবার র্যালী আয়োজনের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। দিবসটি উপলক্ষ্যে দেশের সকল জেলা ও উপজেলায় সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে নন-মুভমেন্ট (স্থির) র্যালী আয়োজন করা যাবে।
কর্তৃপক্ষের পরিচালনক (আইন) ও জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপনে র্যালি আয়োজন বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মোহাম্মদ শফিউদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ১৫ ফেব্রুয়ারি সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে ২০২০ সাল থেকে সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।