দৈনিক ১ টাকা প্রিমিয়ামে স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা পাবেন হাবিপ্রবি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: নিয়মিত সব শিক্ষার্থীকে স্বাস্থ্য ও জীবন বীমা প্রকল্পের আওতায় নিয়ে এসেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। প্রতি বছর ভর্তির সময় এককালীন ২৭০ টাকা প্রিমিয়াম দিয়ে বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা চিকিৎসা সুবিধা নিতে পারবেন শিক্ষার্থীরা। বীমা কোম্পানির তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতালে এ সেবা পাবেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে দুই বছর মেয়াদী স্বাস্থ্য ও জীবন বীমার চুক্তি সাক্ষরিত হয়।
যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার চুক্তি স্বাক্ষর করেন। এ সময় যমুনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান বদরুল আলম খান ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামরুজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার এসময় উপস্থিত ছিলেন।
বীমা বিষয়ক কর্মকাণ্ডের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। এর আগে গত বছরের ডিসেম্বর বর্তমান সব শিক্ষার্থীকে স্বাস্থ্য বীমার আওতায় আনার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমার আওতায় আনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির সকল নিয়মিত শিক্ষার্থীরা স্বাস্থ্য ও জীবন বীমার সুবিধা পাবেন এখন থেকে। প্রত্যেক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা। বহির্বিভাগে চিকিৎসা ব্যয় ১০ হাজার টাকা এবং কোন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে ১ লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাবেন। কোনো শিক্ষার্থীর বয়সসীমা ২৮ বছর অতিক্রম করলে অথবা ছাত্রত্ব হারালে বীমা সুবিধা পাবেন না।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্য ও জীবন বীমা আওতায় আনার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বেশ উপকার হয়েছে। কেননা সব সময় শিক্ষার্থীদের কাছে বা তাদের অভিভাকের কাছে টাকা থাকে না। বীমার মাধ্য মাত্র ২৭০ টাকা বছরে দিয়ে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসাসেবা পাওয়া যাবে। আমরা দেখেছি কোন বন্ধু অসুস্থ হলে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা। এখন থেকে তারাও চিকিৎসা করাতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, স্বাস্থ্য বীমা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে।
যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার বলেন,যমুনা লাইফ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও স্বাস্থ্য ও জীবন বীমার সুবিধা দিয়ে আসছে। এখন থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনিক ১ টাকার কম প্রিমিয়ামে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা, বহির্বিভাগে চিকিৎসা ব্যয় ১০ হাজার টাকা এবং কোন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে ১ লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাবেন। এই সুবিধা শুধু নিয়মিত শিক্ষার্থীদের জন্য।