বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে জেনিথ ইসলামী লাইফের বীমা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী জাতীয় বীমা দিবস- ২০২২ উদযাপন করেছে বেসরকারি বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে কোম্পানিটির বীমাকর্মী, কর্মকর্তা ও কর্মচারীরা দিবসটি উদযাপনে অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীর নেতৃত্বে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান সহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
কোম্পানির প্রধান কার্যালয় ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়। কর্মকর্তাগণ বীমা দিবসের লোগো সম্বলিত টি-শার্ট পরিধান করে অফিস করেন। জেলা উপজেলা পর্যায়ে প্রতিটি অফিসের সামনে সীমিত পরিসরে নন-মুভমেন্ট র্যালির আয়োজন করা হয়।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ের বাইরে মাহবুবুর রশীদ এজেন্সি, গোপালগঞ্জ; চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়; সন্দ্বীপ সার্ভিস সেন্টার, চট্টগ্রাম; মাগুরা সার্ভিস সেন্টার, মাগুরা; বনি আমিন এজেন্সি, বাড্ডা, ঢাকা; মোহনগঞ্জ শাখা, নেত্রকোনা;
কাশিমপুর, গাজীপুর; বরিশাল সার্ভিস সেন্টার; হারুনর রশীদ এজেন্সি, আলফাডাঙ্গা, ফরিদপুর; আশুলিয়া, ঢাকা; কুমিল্লা বিভাগীয় কার্যালয়; শ্রীমঙ্গল, মৌলভীবাজারসহ কোম্পানির অন্যান্য শাখা অফিসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়।