পেশাদারিত্ব নিয়ে বিআইপিএস-বিআইপিডি’র সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘পেশাদারিত্ব-কি, কেন এবং কিভাবে’ এই শিরোনামে যৌথ সেমিনার করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটি (বিআইপিএস) ও বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) ।

সোমবার (৭ মার্চ) বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত এ সেমিনারে বিভিন্ন পেশার শতাধিক কর্মজীবী নারী-পুরুষ বিনামূল্যে অংশ নেন। পেশাদারিত্ব বিষয়ে চারটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সাজানো ছিল এ সেমিনার।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট বীমাবিদ এ বি এম নুরুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিআইপিএস’র জেনারেল সেক্রেটারি এ কে এম এহসানুল হক, এফসিআইআই। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন মো. কাজী মোরতুজা আলী, এফসিআইআই; মো. এনামুল হক, এবিআইএ; ইয়াসিন আলী খান, এসিআইআই এবং এ কে এম এহসানুল হক, এফসিআইআই।

উল্লেখ্য, বীমা শিল্পের উন্নয়নে দীর্ঘ দিন ধরে বীমা পেশাদারিত্ব এবং বীমা শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটি (বিআইপিএস) ও বাংলাদেশ ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) ।