স্থায়ী জামিন পেলেন ডেল্টা লাইফের সাবেক প্রশাসক সুলতান-উল-আবেদীন মোল্লা

নিজস্ব প্রতিবেদক: ডেল্টা লাইফের মাস্ক ক্রয়ে জালিয়াতির মামলায় স্থায়ী জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন কোম্পানিটির সাবেক প্রশাসক সুলতান-উল-আবেদীন মোল্লা। আজ বৃহস্পতিবার (২৬ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তাকে এই জামিন দিয়েছেন।

মামলার বিবাদী পক্ষের আইনজীবী আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। পিবিআই’র প্রতিবেদন দূর্বল ও একপেশে উল্লেখ করে তিনি বলেন, মামলায় আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছিল তার প্রমাণ না পাওয়ায় আদালত তাকে স্থায়ীভাবে জামিন দিয়েছেন।

এর আগে ২৩ মে সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক মাস্ক ক্রয় সংক্রান্ত এই মামলায় সুলতান-উল-আবেদীন মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একইসেঙ্গে মামলার অন্যান্য আসামি ডেল্টা লাইফের ডিএমডি মনজুরে মাওলা, ইভিপি কামারুল হক এবং এম হাফিজুর রহমান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জেয়াদ রহমান এই সিআর মামলা দায়ের করেন মহানগর মুখ্য হাকিমের আদালতে। এতে বলা হয়েছে, ২০২১ সালে সুলতান-উল-আবেদীন মোল্লা প্রশাসকের দায়িত্ব নেয়ার পর তার নির্দেশে ওই বছরের ৪ মে অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে ব্যক্তিগত লাভের জন্য ২ লাখ ১৫ হাজার পিস মাস্ক ৫০ টাকা হিসেবে ক্রয় করার জন্য ডেল্টা লাইফের কর্মকর্তা মো. কামারুল হক এবং মো. মনজুরে মাওলা নোট প্রস্তুত করেন।

কোম্পানির ক্রয়, সংগ্রহ এবং পেমেন্ট পদ্ধতি লঙ্ঘন করে ওই দিনই বিনা টেন্ডারে পলিসিহোল্ডার এবং কোম্পানির স্বার্থবিরোধী নোট সাবমিট এবং অনুমোদন করা হয়। পরদিন ৫ মে লাজিম মিডিয়ার কাছ থেকে কোটেশন গ্রহণ করে কার্যাদেশ দিয়ে ৫০ লাখ টাকা অগ্রিম পরিশোধ করা হয়। আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছেন। এতে কোম্পানির পলিসিহোল্ডার এবং শেয়ারহোল্ডারদের ক্ষতি করে নিজেরা লাভবান হয়েছেন।

এই মামলার প্রেক্ষিতে আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’কে নির্দেশ দেন। পিবিআই তদন্ত করে সুলতান-উল-আবেদীন মোল্লা, মো. কামারুল হক এবং মো. মনজুরে মাওলার বিরুদ্ধে পেনাল কোডের ৪০৮/৪২০/৩৪ ধারায় অপরাধ সত্য প্রমাণিত হয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।