জীবন বীমা করপোরেশনের ডিজিএম পদে নিয়োগ, ৪৫ বছরেও করা যাবে আবেদন

নিজস্ব প্রতিবেদক: জীবন বীমা করপোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এর দু’টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে সরকার। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আগামী ৩০ জুনের মধ্যে দরখাস্ত আহবান করা হয়েছে।

প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে সরাসরি নিয়োগ দেয়া হবে। উভয় পদের জন্য বেতন স্কেল উল্লেখ করা হয়েছে- ৫৬৫০০-৭৪৪০০ টাকা। গত ২৬ মে এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই জীবন বীমা প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তি অনুসারে, ডেপুটি জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) পদে অনুর্ধ্ব ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। অন্যদিকে ডেপুটি জেনারেল ম্যানেজার (ইলেকট্রো ড্যাটা প্রসেসিং) পদে অনুর্ধ্ব ৪৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি অফিস চলাকলে আগামী ৩০ জুনের মধ্যে ‘জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত), প্রশাসন বিভাগ (৮ম তলা) জীবন বীমা করপোরেশন, প্রধান কার্যালয়, ২৪ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০’ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন ফি বাবদ প্রতিষ্ঠানটিকে ১ হাজার ৫শ’ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।

ডেপুটি জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

(ক) একাউন্টিংয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে চাটার্ড একাউনটেন্সি (এসিএ) পরীক্ষায় অথবা কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউনটেন্সি (এসিএমএ) পরীক্ষায় পাস। তবে কোন পরীক্ষায় ৩য় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য হবে না।

(খ) ফাইন্যান্স, একাউন্টিং, অডিট-এ ম্যানাজারিয়াল পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা। (গ) কোন সরকারি/স্বায়ত্তশাসিত/ আধাস্বায়ত্বশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর পদে ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা। (ঘ) দৃঢ় অংশগ্রহণমূলক নের্তৃত্ব দানে সক্ষম হতে হবে।

(ঙ) বিডার ফাইন্যান্সিং, ইসিএ ফাইন্যান্সিং, পিপিআর, টিকিউএম এবং করপোরেট গভর্ন্যান্স বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। (চ) কম্পিউটার সাক্ষরতাসহ বাংলা এবং ইংরেজিতে (লিখিত ও মৌখিক) শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

ডেপুটি জেনারেল ম্যানেজার (ইলেকট্রো ড্যাটা প্রসেসিং) পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

 (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি;

(খ) কোন সরকারি/স্বায়ত্বশাসিত/ আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র সিস্টেম এনালিন্ট/সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন ৪ বছরের চাকরি; (গ) কোন সরকারি/স্বায়ত্তশাসিত/ আধামস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর পদে ১৪ বছরের চাকুরির অভিজ্ঞতা।

(ঘ) দৃঢ় অংশগ্রহণমূলক নের্তৃত্ব দানে সক্ষম হতে হবে। (ঙ) আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে কমপক্ষে ২টি প্রকাশনা থাকতে হইবে; (চ) পিএইচডি ডিগ্রি বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে; এবং (ছ) সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোন উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হবে।