সিলেটে বন্যার্তদের ২০ লাখ টাকা অনুদান বিআইএ’র
সংবাদ বিজ্ঞাপ্তি: ভয়াবহ বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেট জেলায় বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তা হিসেবে ২০ লাখ টাকা অনুদান দিয়েছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।
মঙ্গলবার (২১ জুন) অন-লাইনের মাধ্যমে সিলেট জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের চা শ্রমিকসহ কর্মচারীদের ত্রাণ সহায়তা হিসেবে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বিআইএ।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার ও সেক্রেটারি মো. ওমর ফারুক এনডিসি এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এস এম জিয়াউল আহসানসহ অন্যান্য কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন।