সাড়ে ২৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

 
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ৭ হাজার ৪৬৮ জন্য বীমা গ্রাহকের ২৪ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ১৮৯ টাকার বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আজ বুধবার (৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বীমা দাবি পরিশোধ করা হয়।
 
পপুলার লাইফ‌ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট  বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
 
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি  উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অতিরিক্ত সচিব আবদুল্লাহ হারুন পাশা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) ম‌ইনুল ইসলাম এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের  সদস্য (লাইফ) কামরুল হাসান।
 
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠানে কোম্পানিটির উর্ধ্বতন  কর্মকর্তা ও কর্মচারীসহ বীমা গ্রাহকরা উপস্থিত ছিলেন।