লিগ্যাল রিটেইনার নিয়োগ করছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: সুপ্রীম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের মামলা পরিচালনার জন্য চুক্তিভিত্তিক একজন লিগ্যাল রিটেইনার নিয়োগ দেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।
রোববার (২৮ আগস্ট) গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দরখাস্তকারীকে অবশ্যই মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগ, হাইকোর্ট বিভাগে নূন্যতম ৭ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়াও লিগ্যাল রিটেইনার পদে নিয়োগের ক্ষেত্রে ৬টি শর্ত জুড়ে দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে- লিগ্যাল রিটেইনার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষে বিভিন্ন মামলা পরিচালনায় অংশগ্রহণ করবেন এবং কর্তৃপক্ষের নির্ধারিত হারে সম্মানী (সরকারী ভ্যাট ও ট্যাক্স ব্যতীত) প্রাপ্য হবেন;
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের স্বার্থ আছে এমন কোন মামলায় কর্তৃপক্ষের বিপক্ষে অংশগ্রহণ করতে পারবেন না; মামলায় কর্তৃপক্ষের বিপক্ষে রায় হলে তাৎক্ষণিকভাবে পরবর্তী করণীয় বিষয়ে জরুরি ভিত্তিতে কর্তৃপক্ষের আইন শাখাকে অবহিত করতে হবে;
মামলা সংক্রান্ত বিষয়ে হাল নাগাদ তথ্যসহ মামলার তারিখ এবং মামলার সর্বশেষ অবস্থা বিস্তারিতভাবে প্রতি মাসে এবং নিয়মিতভাবে পরিচালক (আইন)’কে অবহিত করতে হবে; কোন লিগ্যাল রিটেইনারের পেশাগত কার্যক্রম সন্তোষজনক না হলে কোন কারণ দর্শানো ব্যতিরেকে তার নিয়োগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবদেনপত্র বাতিল/গ্রহণ করতে পারেন।
দরখাস্তকারীকে সাদা কাগজে নিম্নেবর্ণিত তথ্য ও চাহিদা প্রতিপালন পূর্বক আবেদন করতে হবে- নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার পূর্ণ বিবরণ, হাইকোর্ট/ আপীল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ ও সংশ্লিষ্ট আইনজীবী সমিতির সদস্যভুক্তির সার্টিফিকেট, অভিজ্ঞতা এবং নাগরিকত্ব সনদ/ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
‘চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ বরাবর দরখাস্ত আগামী ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে ডাকযোগে/ সরাসরি অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর দফতরে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পর কোন দরখাস্ত গ্রহণ করা হবে না।
এ ছাড়াও দরখাস্তের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি (রঙিন), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রত্যেক দরখান্তকারীকে দরখাস্তের সাথে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র অনুকূলে ৩০০শ’ টাকা মূল্যের পে-অর্ডার/ড্রাফ্ট (অফেরতযোগ্য) দাখিল করতে হবে। প্যানেল আইনজীবী নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ যেকোন শর্ত শিথিল ও নতুনশর্ত সংযোজনের ক্ষমতা সংরক্ষণ করেন।