মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা দেলোয়ার হোসেনের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের দাবি বিভাগের ম্যানেজার মো. দেলোয়ার হোসেন (বাবু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বীমা কোম্পানিটির জনসংযোগ কর্মকর্তা মো. আমজাদ হোসেন এই মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, পনের বছরের বেশি সময় ধরে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে নিয়োজিত ছিলেন দেলোয়ার হোসেন।
তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।