পর্ষদ নিয়ে বিরোধের অবসান

হোমল্যান্ড লাইফে নতুন পর্ষদ, চেয়ার‍ম্যান হান্নান মিয়া

নিজস্ব প্রতিবেদক: অবশেষে নতুন পরিচালনা পর্ষদ গঠনের মধ্য দিয়ে শেষ হলো হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ নিয়ে বিরোধ। ১৯ সদস্যের পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. হান্নান মিয়া। নতুন পর্ষদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

আজ রোববার (৬ নভেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কার্যালয়ে অনুষ্ঠিত উভয় পক্ষের সমাঝোতা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া নয়। আইডিআরএ’র মধ্যস্থতায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের সদস্য মো. দলিল উদ্দিন।

বৈঠকে উভয় পক্ষের মধ্যে একটি অঙ্গীকারনামা স্বাক্ষরিত হয়। তবে বৈঠকে উপস্থিত ৭ পরিচালক ওই অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন এবং বাকীরা বৈঠকে অনুপস্থিত থাকায় এতে স্বাক্ষর করতে পারেননি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আজ রোববারের বৈঠক পূর্ব নির্ধারিত থাকার পরও লন্ডন প্রবাসী  ৭ পরিচালকের মধ্যে ৬ জনই অনুপস্থিত ছিলেন। বৈঠকের তারিখ নির্ধারিত হওয়ার পরই তারা লন্ডনে চলে যান।

তবে চেয়ারম্যান দাবিদার আব্দুর রাজ্জাক এ বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়াও আব্দুর রাজ্জাকের গঠিত পর্ষদের পরিচালক শামিম আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন। তারা দু’জনই অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। 

উভয় পক্ষের স্বাক্ষরিত অঙ্গীকারনামায় গ্রাহক স্বার্থ রক্ষায় ৭টি শর্ত আরোপ করা হয়। এসব শর্তের মধ্যে রয়েছে-

কোম্পানির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বিদ্যমান সকল আইন পরিপালনপূর্বক সকল কার্যক্রম পরিচালনা করবে; এক বছরের ব্যবসায়িক কৌশলপত্র প্রদান করবে এবং তার অগ্রগতি প্রতি এক মাস অন্তর কর্তৃপক্ষের নিকট দাখিল করবে; পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে কর্তৃপক্ষের একজন উপযুক্ত প্রতিনিধি (যুগ্মসচিবের নিচে নয়) অন্তর্ভুক্ত থাকবেন;

পরিচালনা পর্ষদের বিরোধ সংক্রান্ত চলমান মামলাসমূহ আগামী ৩০ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে প্রত্যাহার করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এ সংক্রান্ত প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট দাখিল করবে; পারস্পারিক সমঝোতায় গঠিত একটি পুনর্গঠিত পরিচালনা পর্ষদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে এজিএম এর মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বৰ্তমান পুনর্গঠিত পরিচালনা পর্যদ নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে;

এ ছাড়াও গত ১৭ অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিত বিশেষ সভায় স্বতন্ত্র পরিচালক বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রাক্তন চেয়ারম্যান মো. হান্নান মিয়াকে পুনর্গঠিত পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করবে।

নতুন পর্ষদে যারা থাকছেন-

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পুনর্গঠিত ১৯ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. হান্নান মিয়া এবং মো. জামাল মিয়া ভাইস চেয়ারম্যান।

অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ জুলহাস, আব্দুর রাজ্জাক, সালেহ হোসেন, হোসনে আরা নাজ, জহুরা তাসনুবা, কাজী ফারুক উদ্দিন আহমদ, মো. জামাল উদ্দিন, মো. কামাল মিয়া, মো. আব্দুল আহাদ, মো. আব্দুল হাই, মোহাম্মদ আবু রব, মো. শামিম আহমদ, মো. ফয়জুল হক ও মো. এমাদুল ইসলাম।

এ ছাড়াও কোম্পানিটির পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে রয়েছেন শওকুতুর রহমান, ইসতিয়াক হোসেইন চৌধুরী এবং মো. আখতার হোসেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ওই দিনই কোম্পানিটির লন্ডন প্রবাসী ৭ পরিচালককে গ্রেফতার করে মতিঝিল থানা। মাগুরা অঞ্চলের বীমা গ্রাহকদের পৃথক ৪টি মামলায় তাদের গ্রেফতার করা হয়। সবশেষ গত ২৯ সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এরপরই ২ অক্টোবর সন্ধ্যায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে এসে বোর্ড সভা করেন জেলফেরত হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের লন্ডন প্রবাসী ৭ পরিচালক। কোম্পানিটির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে ওই বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

বিতর্কিত ওই বোর্ড সভায় উপস্থিত ছিলেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান জামাল মিয়া, পরিচালক আবদুর রব, পরিচালক কামাল মিয়া, পরিচালক আবদুর রাজ্জাক, পরিচালক আবদুল আহাদ, পরিচালক জামাল উদ্দিন, পরিচালক আবদুল হাই এবং পরিচালক মোহাম্মদ শামিম আহমেদ।