বীমা খাতের উন্নয়ন হলে, মানুষ সেবা পেলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে: শেখ কবির হোসেন

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের উন্নয়ন হলে এবং এর মাধ্যমে মানুষ সেবা পেলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

তিনি বলেন, বীমা খাত যখন মানুষের সেবা করতে পারবে সেদিন বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। বঙ্গবন্ধুর আত্মাকে শান্তি দেয়ায় জন্য আপনাদের উচিত বীমা খাতের উন্নয়ন করা।

রোববার (৪ ডিসেম্বর) সোনালী লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত ‘২০২২ সালে ৫০০ কোটি উদযাপন’ অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

শেখ কবির হোসেন বলেন, সোনালী লাইফ সফলতা দেখিয়েছে। এটা সু-খবর। সোনলী লাইফ যেভাবে দাবি পরিশোধ করে বীমা কোম্পানিগুলোর সেভাবেই দাবি পরিশোধ করা উচিত। তিনি বলেন, আইন করা উচিত ৭  থেকে ৯ দিনের মধ্যে দাবি পরিশোধ করতে হবে। তবে দাবি জমা করে রেখে এক সাথে দেয়ার সুযোগ পাবে।

তিনি আরো বলেন, সোনালী লাইফ তাদের কর্মকাণ্ড ডিজিটালাইজড করেছে। গ্রাহকের আস্থা অর্জন করেছে। এটা বীমা খাত পরিবর্তনে আশার কথা।