ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিচ্ছে ডেল্টা লাইফ, বেতন ২৫০০০ টাকা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি লাইফ বীমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। কোম্পানিটি তাদের জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন অফিসে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে এই নিয়োগ দিবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। পদের সংখ্যা নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: যে কোন পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় সংক্রান্ত বিভাগ, অর্থনীতি, ইংরেজি, গণিত, পরিসংখ্যান ও আইটি বিষয়ে স্নাতকোত্তর পাস। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে জিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ২.৫০ বা সমতুল্য। এসএসসি ও এইচএসসি পর্যায়ে জিপিএ ৫.০০ এর মধ্যে সিজিপিএ কমপক্ষে ৩ থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: আগামী ১ জানুয়ারী ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়সসীমা ৩২ বছরের মধ্যে হতে হবে। যোগাযোগ দক্ষতা, ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। বিশেষ করে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ওরাকল ও ইবিএস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: প্রথমে এক বছর প্রবেশনাল পিরিয়ড। বেতন হবে ২৫০০০ টাকা। সফলভাবে প্রবেশনাল পিরিয়ড শেষে কোম্পানির নিয়মিত বেতন স্কেলে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। তখন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, গ্রুপ এবং হেলথ ইন্স্যুরেন্স, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সব ধরনের একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি, পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি ও প্রার্থীর সম্পূর্ণ জীবনবৃত্তান্ত সহ আবেদনপত্র পাঠাতে হবে হেড অব হিউম্যান রিসোর্সেস, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডেলটা লাইফ টাওয়ার, প্লট-৩৭, রোড-৯০, গুলশান সার্কেল-২, ঢাকা-১২১২ এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর, ২০২২।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।