সাধারণ বীমা করপোরেশনের নতুন পরিচালক বদরে মুনির ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক: সাধারণ বীমা করপোরেশনের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব বদরে মুনির ফেরদৌস। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়েছে। গত ২০ ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রাষ্ট্রীয় মালিকানাধীন এই বীমা প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডে ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি’ হিসেবে নিয়োগপ্রাপ্ত আবদুল্লাহ হারুন পাশা (পিআরএল ভোগরত)’র স্থলে বদরে মুনির ফেরদৌসকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত ২২ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আরেক প্রজ্ঞাপনে সরকারের যুগ্মসচিব বদরে মুনির ফেরদৌসকে রাষ্ট্রীয় মালিকানাধীন আরেক বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনের পরিচালনা বোর্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উভয় প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব ফরিদা ইয়াসমিন।