ঢাকায় পপুলার লাইফের ৮ কোটি ৭১ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক: ঢাকা অঞ্চলের গ্রাহকদের ৮ কোটি ৭১ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্য মঞ্চ) এসব চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী এবং সম্মানিত অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির চীফ কনসালট্যান্ট আবদুল্লাহ হারুন পাশা। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের, মো. হাবিবুর রহমান, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, এস এম খলিলুর রহমান দুলাল ও সৈয়দ সুলতান মাহমুদ, প্রকল্প পরিচালক, প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।