বঙ্গবন্ধু লাইফ বীমা কোম্পানিতে যোগদান করে রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত করেছিলেন
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাইফ বীমা কোম্পানিতে যোগদান করে রাজনৈতিক কর্মকাণ্ডে একটি নতুন মাত্রা যুক্ত করেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। বুধবার (১ মার্চ) জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
শেখ কবির হোসেন বলেন, জাতির পিতা ১ মার্চ ১৯৬০ সালে তদানিন্তন আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। সে সময়ের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা নিষিদ্ধা ছিল। কিন্তু বীমা কোম্পানিতে যোগদান করে বিশেষ করে লাইফ কোম্পানিতে যোগদান করে রাজনৈতিক কর্মকাণ্ডে একটি নতুন মাত্রা যুক্ত করেছিলেন।
বিআইএ প্রেসিডেন্ট বলেন, সে সময় বঙ্গবন্ধু বীমা প্লাটফর্মকে ব্যবহার করে জনগণকে স্বাধীনতায় উদ্বু্দ্ধ করেন এবং আন্দোলনমুখী করতে সমর্থ হয়েছিলেন। ঐতিহাসিক ৬ দফা তিনি বীমা অফিসে বসেই তৈরি করেছিলেন। তাই বীমা শিল্প আমাদের স্বাধীনতা আন্দোলনে অঙ্গাঙ্গীভাবে জড়িত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বীমা খাতের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আমি মনে করি।