লাইফ বীমায় মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১১৩৫ কোটি টাকা
আবদুর রহমান আবির: ২০২২ সালে দেশের লাইফ বীমা খাতে মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে প্রায় ১ হাজার ১৩৫ কোটি টাকা বা ১১ শতাংশ। সর্বশেষ হিসাব সমাপনী এ বছরে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৫ কোটি ৫৯ লাখ টাকা। যা আগের বছর ২০২১ সালে ছিল ১০ হাজার ২৬১ কোটি ২ লাখ টাকা।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দাখিল করা লাইফ বীমা কোম্পানিগুলোর ২০২২ সালের ব্যবসা সমাপনী হিসাব প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
২০২২ সালে দেশের সরকারি বেসরকারি ৩৫টি লাইফ বীমা কোম্পানির মধ্যে প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২৬টির এবং কমেছে ৯টির।
হিসাব অনুসারে, ২০২২ সালে ৩ হাজার ৮৮ কোটি ১৬ লাখ টাকার রেকর্ড প্রিমিয়াম সংগ্রহ করেছে মেটলাইফ বাংলাদেশ। প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১৫৬ কোটি ২৯ লাখ টাকা বা ৫ শতাংশ। ২০২১ সালে মেটলাইফ মোট প্রিমিয়াম সংগ্রহ করেছিল ২ হাজার ৯৩১ কোটি ৮৭ লাখ টাকা।
দেশে এই প্রথম মেটলাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ তিন হাজার কোটি টাকা ছাড়াল। আর দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মোট প্রিমিয়াম সংগ্রহ সর্বোচ্চ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
মোট প্রিমিয়াম সংগ্রহে দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। তবে দেশীয় কোম্পানিগুলোর মধ্যে মোট প্রিমিয়াম সংগ্রহে এবারও ন্যাশনাল লাইফ শীর্ষ অবস্থানে রয়েছে।
২০২২ সালে ন্যাশনাল লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ ১ হাজার ৬০৭ কোটি ৮৭ লাখ টাকা। কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১৮৫ কোটি ১১ লাখ টাকা বা ১৩ শতাংশ। ২০২১ সালে ন্যাশনাল লাইফ মোট প্রিমিয়াম সংগ্রহ করেছিল ১ হাজার ৪২২ কোটি ৭৬ লাখ টাকা।
৮৪৭ কোটি ৪৭ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করে তৃতীয় অবস্থান ধরে রেখেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ২০২২ সালে কোম্পানিটির প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৮৩ কোটি ১০ লাখ টাকা বা প্রায় ১১ শতাংশ। এর আগে ২০২১ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৭৬৪ কোটি ৩৭ লাখ টাকা।
লাইফ বীমা খাতের রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনের ২০২২ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ ৭৬১ কোটি ২ লাখ টাকা। ২০২১ সালে প্রতিষ্ঠানটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৬৭২ কোটি টাকা। ২০২২ সালে প্রতিষ্ঠানটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৮৯ কোটি ২ লাখ টাকা বা ১৩ শতাংশের বেশি।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ করেছে ৬৭৫ কোটি ৬৮ লাখ টাকা। যা ২০২১ সালে ছিল ৬৫০ কোটি ৭৫ লাখ টাকা। ২০২২ সালে পপুলার লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২৪ কোটি ৯৩ লাখ টাকা বা প্রায় ৪ শতাংশ।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ করেছে ৬৩৮ কোটি ৭৮ লাখ টাকা। যা ২০২১ সালের চেয়ে ৫৩ কোটি ৭০ লাখ টাকা বা প্রায় ৮ শতাংশ কম। ২০২১ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৬৯২ কোটি ৪৮ লাখ টাকা।
চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ করেছে ৬১৪ কোটি ২২ লাখ টাকা। মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২৯৪ কোটি ৪৫ লাখ টাকা বা ৯২ শতাংশ। ২০২১ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৩১৯ কোটি ৭৭ লাখ টাকা। সোনালী লাইফ বীমা ব্যবসা করার লাইসেন্স পায় ২০১৩ সালে।
২০২২ সালে ৪৭৭ কোটি ৮০ কোটি টাকার মোট প্রিমিয়াম সংগ্রহ করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ২০২১ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ করেছিল ৩৮৭ কোটি ৭৭ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটির প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৯০ কোটি ৩ লাখ টাকা, যা ২৩ শতাংশের বেশি।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ করেছে ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা। যা ২০২১ সালে ছিল ৩৪৫ কোটি ৯০ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১২০ কোটি ৪৯ লাখ টাকা বা প্রায় ৩৫ শতাংশ।
২০২২ সালে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৪১৪ কোটি ৫৭ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২১ সালে যা ছিল ৪২৯ কোটি ১৯ লাখ টাকা। ২০২২ সালে প্রাইম ইসলামী লাইফের প্রিমিয়াম সংগ্রহ কমেছে ১৪ কোটি ৬২ লাখ টাকা বা ৩ শতাংশ।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে ৩৯১ কোটি ২৬ লাখ টাকার মোট প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২১ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৪০৮ কোটি ৭ লাখ টাকা। ২০২২ সালে মেঘনা লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ কমেছে ১৬ কোটি ৮১ লাখ টাকা বা ৪ শতাংশ।
২০২২ সালে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম সংগ্রহ ২৩৯ কোটি টাকা, যা ২০২১ সালে ছিল ২১৮ কোটি ৭২ লাখ টাকা। কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৯ শতাংশের বেশি, ২০ কোটি ২৮ লাখ টাকা।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ করেছে ২১২ কোটি ৬ লাখ টাকা। যা ২০২১ সালে ছিল ২৫০ কোটি ৬৯ লাখ টাকা। ২০২২ সালে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম সংগ্রহ ৩৮ কোটি ৬৩ লাখ টাকা বা ১৫ শতাংশ কমেছে।
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে ১৫৩ কোটি ৫৮ লাখ টাকা মোট প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২১ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৬০ কোটি ৬১ লাখ টাকা। ২০২২ সালে আলফা ইসলামী লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৯২ কোটি ৯৭ লাখ টাকা বা ১৫৩ শতাংশ।
২০২২ সালে সানলাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম সংগ্রহ ৯৩ কোটি ৩০ লাখ টাকা। যা ২০২১ সালে ছিল ১০৩ কোটি ৬৭ লাখ টাকা। ২০২২ সালে সানলাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ কমেছে ১০ কোটি ৩৭ লাখ টাকা বা ১০ শতাংশ।
সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ২০২২ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ ৮০ কোটি ১৩ লাখ টাকা। যা ২০২১ সালে ছিল ৫৯ কোটি ৩৯ লাখ টাকা। ২০২২ সালে সানফ্লাওয়ার লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২০ কোটি ৭৪ লাখ টাকা বা ৩৫ শতাংশ।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে সর্বমোট ৭৯ কোটি ৩০ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে, যা ২০২১ সালে ছিল ৫১ কোটি ৬২ লাখ টাকা। ২০২২ সালে চার্টার্ড লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২৭ কোটি ৬৮ লাখ টাকা বা ৫৪ শতাংশ।
২০২২ সালে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম সংগ্রহ ৫৬ কোটি ৫০ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৯৮ কোটি ৬৯ লাখ টাকা। ২০২২ সালে হোমল্যান্ড লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ ৪২ কোটি ১৯ লাখ টাকা বা ৪৩ শতাংশ কমেছে।
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ করেছে ৫২ কোটি ২ লাখ টাকা। ২০২১ সালে কোম্পানিটির এই সংগ্রহ ছিল ৩৮ কোটি ৬০ লাখ টাকা। ২০২১ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১৩ কোটি ৪২ লাখ টাকা বা ৩৫ শতাংশ।
২০২২ সালে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম সংগ্রহ ৫১ কোটি ৭৮ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৫০ কোটি ৫৪ লাখ টাকা। ২০২১ সালে কোম্পানিটির বেড়েছে ১ কোটি ২৪ লাখ টাকা বা প্রায় ৩ শতাংশ।
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৪৫ কোটি ৫ লাখ টাকা। যা ২০২১ সালে ছিল ৩০ কোটি ৬৯ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১৪ কোটি ৩৬ লাখ টাকা বা ৪৭ শতাংশ।
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২০২২ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ ৪৪ কোটি ৩৫ লাখ টাকা। ২০২১ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৪৩ কোটি ৩৫ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১ কোটি টাকা বা ২ শতাংশ।
প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ করেছে ৪৩ কোটি ৫ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৪৮ কোটি ৯০ লাখ টাকা। ২০২২ সালে প্রোগ্রেসিভ লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ কমেছে ৫ কোটি ৮৫ লাখ টাকা বা ১২ শতাংশ।
পদ্মা ইসলামী লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ ২০২২ সালে ৪২ কোটি ৭৯ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৩৬ কোটি ৩৬ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৬ কোটি ৪৩ লাখ টাকা বা ১৮ শতাংশ।
২০২২ সালে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম সংগ্রহ ৩৫ কোটি ৩২ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৩০ কোটি ২ লাখ টাকা। ২০২২ সালে ট্রাস্ট ইসলামী লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৫ কোটি ২৯ লাখ টাকা বা প্রায় ১৭ শতাংশ।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে সর্বমোট ৩০ কোটি ২০ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। যা ২০২১ সালে ছিল ২২ কোটি ৪৫ লাখ টাকা। ২০২২ সালে জেনিথ ইসলামী লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৭ কোটি ৭৫ লাখ টাকা বা ৩৫ শতাংশ।
২০২২ সালে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম সংগ্রহ ২৯ কোটি ৮৪ লাখ টাকা। ২০২১ সালের প্রথম ৭ মাসে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৫ কোটি ৫৬ লাখ টাকা। ২০২২ সালে এনআরবি ইসলামিক লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২৪ কোটি ২৮ লাখ টাকা বা ৪৩৭ শতাংশ।
২০২২ সালে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ২৬ কোটি ৯৪ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ১৫ কোটি ১৯ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটির প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১১ কোটি ৭৫ লাখ টাকা বা ৭৭ শতাংশ।
আস্থা লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ করেছে ১৯ কোটি ৩৫ লাখ টাকা। ২০২১ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৯ কোটি ৯৩ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৯৫ শতাংশ, যা ৯ কোটি ৪২ লাখ টাকা।
বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ করেছে ১৮ কোটি ৬ লাখ টাকা, যা আগের বছর ২০২১ সালে ছিল ১১ কোটি ৭ লাখ টাকা। কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ২০২২ সালে বেড়েছে ৬ কোটি ৯৯ লাখ টাকা বা ৬৩ শতাংশ।
দেশী-বিদেশী যৌথ মালিকানার লাইফ বীমা প্রতিষ্ঠান এলআইসি বাংলাদেশ ২০২২ সালে মোট ১৭ কোটি ৩২ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২১ সালে কোম্পানিটির এই সংগ্রহ ছিল ১৫ কোটি ৪০ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১২ শতাংশ, যা ১ কোটি ৯২ লাখ টাকা।
২০২২ সালে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম সংগ্রহ ১৭ কোটি ১৫ লাখ টাকা, যা আগের বছর ২০২১ সালে ছিল ১৭ কোটি ৪৩ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ কমেছে ২৮ লাখ টাকা বা ২ শতাংশ।
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে সর্বমোট ১২ কোটি ৩২ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২১ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ১৫ কোটি ২৫ লাখ টাকা। ২০২১ সালে স্বদেশ ইসলামী লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ কমেছে ২ কোটি ৯৩ লাখ টাকা বা ১৯ শতাংশ।
২০২২ সালে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স মোট প্রিমিয়াম সংগ্রহ করে ১০ কোটি ৪৮ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৫৩ লাখ টাকা। ২০২২ সালে আকিজ তাকাফুল লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৯ কোটি ৯৫ লাখ টাকা বা ১৮৬৯ শতাংশ।
বায়রা লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে সর্বমোট ২ কোটি ৪৯ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২১ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ১ কোটি ৪৩ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১ কোটি ৬ লাখ টাকা বা ৭৪ শতাংশ।