আইডিআরএ সদস্য নজরুল ইসলামের মায়ের মৃত্যুতে জেনিথ লাইফের শোক
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলামের মা চন্দ্রবান বিবি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বেসরকারি খাতের লাইফ বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় জেনিথ ইসলামী লাইফ চন্দ্রবান বিবি’র আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছে। একইসাথে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে বীমা কোম্পানিটি।
উল্লেখ্য, বুধবার (১৫ মার্চ) সকালের রাজধানী ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইডিআরএ সদস্য মো. নজরুল ইসলাম তার মা চন্দ্রবান বিবি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। দুই ছেলে ও এক মেয়েসহ নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন চন্দ্রবান বিবি।
আইডিআরএ সদস্য মো. নজরুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলার লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর গ্রামে। বুধবার (১৫ মার্চ) বাদ আসর জানাজা শেষে গ্রামের বাড়ি ইছাপুরেই তার মা চন্দ্রবান বিবি’র দাফন সম্পন্ন করা হয়।