লাইফ বীমার এজেন্টদের তথ্য চেয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ সকল লাইফ বীমা কোম্পানিগুলোর এজেন্টদের তথ্য চেয়ে মুখ্য নির্বাহীদের বরাবর একটি সার্কুলার জারি করে।

স্মারক নং: ৫৩.০৩.০০০০.০৩৫.৬১.০৪.১৯.২৭ জারি করে এই নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

আইডিআরএ পরিচালক (লাইফ) আবদুল মজিদ স্বাক্ষরিত ২৫ জুনের ওই সার্কুলারে বলা হয়েছে, লাইফ বীমা কোম্পানি গুলোকে নিয়োজিত ও কর্মরত এজেন্টদের তথ্য প্রয়োজন। তথ্য প্রদানের ক্ষেত্রে কোম্পানির নাম, মোট এজেন্ট সংখ্যা, অস্থায়ী এজেন্ট সংখ্যা, লাইসেন্সধারী এজেন্ট সংখ্যা (মেয়াদ অন্তর্ভুক্ত/মেয়াদ উত্তীর্ণ) এই ফরম্যাটে তথ্য দেয়ার জন্য সার্কুলার প্রদান করেন।

সার্কুলারে আরো বলা হয়েছে, আগামী ৭ কার্যদিবসের মধ্যে ফরম্যাট অনুযায়ী ই-মেইলে ও হার্ডকপি প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করে।