হোমল্যান্ডের ১০৪ কোটি টাকা আত্মসাতের তদন্ত শুরু করেছে দুদক
নিজস্ব প্রতিবেদক: হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে গ্রাহকদের জমা করা ১০৪ কোটি টাকা আত্মসাতের ঘটনার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । তদন্তের অংশ হিসেবে এরইমধ্যে বীমা কোম্পানিটির পরিচালকদের পাসপোর্টের কপিসহ ১০ ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য চাওয়া হয়। আগামী ২০ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে চাহিত তথ্যাদির মূলকপি সংরক্ষণ করে সত্যায়িত কপি কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ‘গ্রাহকের ১০৪ কোটি টাকা যেভাবে লুট হয়েছে হোমল্যান্ড লাইফে’ শিরোনামে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে ইন্স্যুরেন্স নিউজ বিডি। পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সংবাদে কোম্পানিটির অনিয়ম-দুর্নীতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদন সংযুক্ত করে রাহিমা আক্তার নামে হোমল্যান্ড লাইফের একজন গ্রাহক গত ৫ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেন। রিট আবেদনে বীমা গ্রাহকদের ১০৪ কোটি টাকা লুটের ঘটনায় বিচারিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়।
পরবর্তীতে গত ২৯ মার্চ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
আদালত শুনানি শেষে হোমল্যান্ড লাইফের ১০৪ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৬৭৮ টাকা লুটের অভিযোগ তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের প্রতি নির্দেশ দেন।
এই প্রেক্ষিতে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে গ্রাহকদের জমা করা ১০৪ কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তদন্তের প্রয়োজনে বীমা কোম্পানিটির ১০ ধরনের তথ্য চেয়েছে সংস্থাটি। এসব তথ্যের মধ্যে রয়েছে-
কেম্পানির শুরু থেকে শেষ পর্যন্ত বোর্ড অব ডাইরেক্টরদের নামীয় তালিকা, কার্যকাল (জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট এর সত্যায়িত কপিসহ); বিগত ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৩১তম সভার কার্যবিবরণী সত্যায়িত ফটোকপি; কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে হালনাগাদ পর্যন্ত বছর ভিত্তিক অডিট রিপোর্ট।
প্রতিষ্ঠার পর থেকে হালনাগাদ পর্যন্ত বছর ভিত্তিক উত্থাপিত বীমা দাবি, বীমা দাবি পরিশোধ এবং অপরিশোধিত বীমা দাবির তালিকা (বীমা অপরিশোধিত থাকার কারণসহ); কোম্পানির অর্থ এবং সম্পত্তি আত্মসাৎ সংক্রান্তে এ পর্যন্ত যে সকল মামলা হয়েছে তার বিস্তারিত প্রতিবেদন (মামলা নং তারিখ এবং মামলার সর্বশেষ অবস্থা);
অপরিশোধিত বীমা দাবিসমূহ ব্যালান্স শীটে দায় হিসেবে দেখানো হয়েছে কিনা? কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে হালনাগাদ পর্যন্ত লাইফ ফান্ড এর বছর ভিত্তিক এবং খাতওয়ারী বিস্তারিত তথ্য; লাইফ ফান্ড বর্তমানে কোথায় কি অবস্থায় আছে (ব্যাংকের নাম, হিসাব নম্বরসহ বিস্তারিত তথ্য);
বিগত ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৩১তম সভার আলোচ্যসূচী- ০৭ এ মুখ্য নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম তালুকদার কর্তৃক প্রদত্ত প্রতিবেদনের সত্যায়িত ফটোকপি (সংযুক্তিসহ) এবং আইডিআরএ ও সাবেক বীমা নিয়ন্ত্রক কর্তৃক হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের বছর ভিত্তিক অডিট রিপোর্ট এবং আপত্তি সমূহের বিপরীতে জবাবের সত্যায়িত ফটোকপি।