এসবিসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন সরকারের অতিরিক্ত সচিব মো. হারুন অর রশিদ। সর্বশেষ তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন।
গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) তাকে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন। ২০২২ সালের ৭ নভেম্বর এক প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেয়া হয়।
জন প্রশাসন মন্ত্রণালয়ের গত ২২ আগস্টের এক প্রজ্ঞাপনে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়। এই প্রেক্ষিতে গত ২৯ আগস্ট তাকে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অবমুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।