আইডিআরএ’র নিষেধাজ্ঞা প্রত্যাহার, নতুন পলিসি করতে পারবে স্বদেশ লাইফ

নিজস্ব প্রতিবেদক: স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন পলিসি বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

আজ বুধবার (১১ অক্টোবর) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। ফলে এখন থেকে আবারও নতুন বীমা পলিসি ইস্যু করতে পারবে বেসরকারি খাতের এই বীমা কোম্পানি।

কর্তৃপক্ষের পরিচালক (লাইফ) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, গত ৩ মে ২০২৩ তারিখের স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রথম বর্ষ পলিসির প্রিমিয়াম আয় গ্রহণে নিষেধাজ্ঞা এতদ্বারা প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, লাইফ ফান্ড গঠন করতে না পারা, কোম্পানির পরিশোধিত মূলধন ও মূলধন থেকে অর্জিত সুদের অর্থ খরচ করা, পলিসি নবায়নের হার কমে যাওয়াসহ বিভিন্ন অভিযোগে বীমা কোম্পানিটিকে নতুন পলিসি বিক্রি না করার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞার ওই চিঠিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় থেকে স্বদেশ ইসলামী লাইফসহ ১৩টি লাইফ বীমা কোম্পানির সক্ষমতা যাচাইয়ের নির্দেশ দেয়া হয়। এর ভিত্তিতেই স্বদেশ ইসলামী লাইফে তদন্ত করে আইডিআরএ। তদন্তে কোম্পানিটির আর্থিক সক্ষমতা যাচাই করেই এ সিদ্ধান্ত নেয় আইডিআরএ।