ভিন্নমাত্রার আরেকটি নতুন বই নিয়ে এলেন একেএম এহসানুল হক
নিজস্ব প্রতিবেদক: এবার ভিন্নমাত্রার একটি বই প্রকাশ করেছে এ কে এম এহসানুল হক, এফসিআইআই। নতুন এই বইয়ের নাম ‘হ্যান্ডি ফ্যাক্টস অব বাংলাদেশ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি’।
বইটির বিশেষত্ব হচ্ছে- দেশের বীমা খাতের সূচনালগ্ন থেকে অদ্যবধি প্রায় সকল প্রকার কার্যবিধি এতে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। চার রঙে প্রকাশিত এই বইয়ের মূল্য ২৫০ টাকা।
এর আগে বীমার বিভিন্ন বিষয় নিয়ে ১২টি বই প্রকাশ করেছেন রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশনের সাবেক এই পরিচালক। দেশ-বিদেশে তার বইগুলো বেশ সমাদৃত হয়েছে।
নতুন এই বইয়ের বিষয়ে লেখক এ কে এম এহসানুল হক এফসিআইআই বলেন, এ ধরনের বই বীমা খাতে এটিই প্রথম। বইটিকে বীমা খাতের বর্তমান ও ভবিষ্যৎ সময়ের একটি মূল্যবান দলিল হিসেবে গণ্য করা যেতে পারে।
বইটিতে তুলে ধরা তথ্যগুলো সংগ্রহ করতে আমাকে বীমা খাত সংশ্লিষ্ট যাবতীয় উৎসে যেতে হয়েছে, বলেন এ কে এম এহসানুল হক এফসিআইআই।
এ কে এম এহসানুল হকের প্রকাশিত অপর বইগুলোর মধ্যে রয়েছে-
> বেসিকস অব রিস্ক এন্ড ইন্স্যুরেন্স
> ফুটপ্রিন্টস অন রিস্ক ম্যানেজমেন্ট
> ইভোলিউশন অব ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স
> লায়াবিলিটি ইন্স্যুরেন্স ইন ডিফারেন্ট কালারস এন্ড শেডস
> প্রিন্সিপলস এন্ড প্র্যাকটিস অব মেরিন ইন্স্যুরেন্স
> প্রিন্সিপলস অব ইন্স্যুরেন্স
> ফান্ডামেন্টালস অব ইন্স্যুরেন্স
> গ্লোসারি অব ইন্স্যুরেন্স
> হ্যান্ড বুক অন নন-লাইফ ইন্স্যুরেন্স এন্ড রি-ইন্স্যুরেন্স
> ইন্স্যুরেন্স কেস ল’/কেস স্টাডিজ এন্ড স্ট্যাচুট লজ
> বীমা সমীক্ষা
> হ্যান্ড বুক অন ইন্স্যুরেন্স সার্ভে এন্ড ক্লেইমস