প্রিমিয়াম আয় বেড়েছে লাইফ বীমায়, কমেছে লাইফ ফান্ড-বিনিয়োগ-সম্পদ
নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালে দেশের বেসরকারি খাতের লাইফ বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় বেড়েছে। তবে কমে গেছে কোম্পানিগুলোর লাইফ ফান্ড, বিনিয়োগ ও সম্পদ। বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রকাশিত ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুসারে ২০২২ সালে বেসরকারি খাতের লাইফ বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় হয়েছে সর্বমোট ১০ হাজার ৬১৬ কোটি ৬০ লাখ টাকা। যা ২০২১ সালে ছিল ৯ হাজার ৬২৮ কোটি ৯০ লাখ টাকা। সে হিসাবে ২০২২ সালে লাইফ বীমার প্রিমিয়াম আয় বেড়েছে ৯৮৭ কোটি ৭০ লাখ টাকা বা ১০.২৬ শতাংশ।
এই সময়ে কোম্পানিগুলোর মোট লাইফ ফান্ড কমে দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৯৫ কোটি ৫০ লাখ টাকা। এর আগে ২০২১ সালে কোম্পানিগুলোর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩২ হাজার ৭৪৭ কোটি ৮০ লাখ টাকা। সে হিসাবে ২০২২ সালে কোম্পানিগুলোর লাইফ ফান্ড কমেছে ১ হাজার ১৫২ কোটি ৩০ লাখ টাকা বা ৩.৫২ শতাংশ।
২০২২ সালে লাইফ বীমা কোম্পানিগুলোর বিনিয়োগ কমেছে ৩৮৫ কোটি ৩০ লাখ টাকা বা ১.১৫ শতাংশ। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিগুলোর মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮ কোটি ১০ লাখ টাকা, যা ২০২১ সাল ছিল ৩৩ হাজার ৩৯৩ কোটি ৪০ লাখ টাকা।
তথ্য অনুসারে ২০২১ সালে লাইফ বীমা কোম্পানিগুলোর মোট সম্পদ ছিল ৪২ হাজার ৯৪৬ কোটি ৮০ লাখ টাকা। ২০২২ সালে এই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪১ কোট ১০ লাখ টাকা। অর্থাৎ ২০২২ সালে বেসরকারী খাতের লাইফ বীমা কোম্পানিগুলোর মোট সম্পদ কমেছে ১০৫ কোটি ৭০ লাখ টাকা বা ০.২৫ শতাংশ।