বিআইএ’র বার্ষিক প্রতিবেদন

২০২২ সালে নন-লাইফ বীমার সব সূচকেই উন্নতি

নিজস্ব প্রতিবেদক: মোট প্রিমিয়াম আয়, সম্পদ ও বিনিয়োগ এই তিন সূচকেই উন্নতি করেছে বেসরকারি খাতের নন-লাইফ বীমা কোম্পানিগুলো। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংগঠনটি মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রতিবেদনে তথ্য অনুসারে, ২০২২ সালে নন-লাইফ বীমা খাতে মোট প্রিমিয়াম আয় বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৬২ কোটি ৬০ লাখ টাকা। এর আগে ২০২১ সালে মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৭৮৪ কোটি ৯০ লাখ টাকা। সে হিসাবে ২০২২ সালে নন-লাইফ বীমার প্রিমিয়াম আয় বেড়েছে ৩৭৭ কোটি ৭০ লাখ টাকা বা ৯.৯৮ শতাংশ।

২০২১ সালে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মোট সম্পদের পরিমাণ ছিল ১০ হাজার ৫০৫ কোটি ৬০ লাখ টাকা। যা বেড়ে ২০২২ সালে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৬ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ সর্বশেষ হিসাব বছরে নন-লাইফ কোম্পানিগুলোর সম্পদ বেড়েছে ৫৭০ কোটি ৬০ লাখ টাকা বা ৫.৪৩ শতাংশ।

অপরদিকে ২০২২ সালে নন-লাইফ বীমা খাতের বিনিয়োগ বেড়েছে ৬৫৬ কোটি ৯০ লাখ টাকা বা ১২.৩৩ শতাংশ। ২০২১ সালে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মোট বিনিয়োগ ছিল ৫ হাজার ৩২৯ কোটি ২০ লাখ টাকা। সর্বশেষ হিসাব বছরে এই বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮৬ কোটি ১০ লাখ টাকা।