বেঙ্গল ইসলামী লাইফের পরিচালক মোহাব্বত উল্লাহ আর নেই
নিজস্ব প্রতিবেদক: বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান এবং এফবিসিসিআইএ’র পরিচালক ও নিপ্পন গ্রুপের চেয়ারম্যান রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মোহাব্বত উল্লাহ আর নেই। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেঙ্গল ইসলামী লাইফ এক শোকবার্তায় কোম্পানির পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান মোহাব্বত উল্লাহ’র মৃত্যুর সংবাদ জানিয়েছে। একইসঙ্গে মোহাব্বত উল্লাহ’র আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ এবং সকল কর্মকর্তা ও কর্মচারী।