আইডিআরএ’র ২ পদে ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এবং কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) আইডিআরএ’র ওয়েবসাইটে এই ফলাফল ঘোষনা করা হয়।
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটরের ৩৩ জন এবং কম্পিউটার অপারেটরের ২৯ জন মোট ৬২ জন প্রার্থী এই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
একইসঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান টেলিটকের মাধ্যমে স্ব স্ব মোবাইলে এস এম এস এ জানিয়ে দেয়া হবে। এছাড়াও কর্তৃপক্ষের ওয়েবসাইটেও (www.idra.org.bd) প্রকাশ করা হবে।
ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এবং কম্পিউটার অপারেটর পদে ব্যবহারিক পরিক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন।