বেইলি রোডে অগ্নিকাণ্ড, বীমা সচেতনতা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বেইলি রোডের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেখা যাবে এখানে কোনো বীমাও করা ছিল না। কাজেই বিনিময়ে কিছু পাবেও না। এসব ক্ষেত্রে সচেতনতা আসলে খুব বেশি প্রয়োজন।

বীমা খাত সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ক্ষেত্রে আরও ব্যাপকভাবে যাতে মানুষ সচেতন হয়, সেজন্য আপনারা চেষ্টা করবেন। আমাদের তরফ থেকে আমরা করে যাচ্ছি।

শুক্রবার (১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।  অনুষ্ঠানটিতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের একটি ভবনে ভয়াবহন অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরো ১২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।ভবন থেকে জীবিত উদ্ধার করা হয় ৭০ জনকে।

ওই অগ্নিকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বহুতল ভবন হলেও সেখানে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ভবন বা স্থাপনা তৈরির সময় তিনি সব সময় স্থাপত্যবিদদের অনুরোধ করেন যেন খোলা বারান্দা বা ভেন্টিলেশন এবং অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখা হয়।

তিনি বলেন, স্থাপত্যবিদেরা সেভাবে নকশা করেন না, আবার মালিকেরা এক ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। ৪৬ জন মানুষ মারা গেছে। এর চেয়ে দুঃখ ও কষ্টের আর কী হতে পারে। অথচ আমরা ফায়ার এক্সটিংগুইশার লাগানোসহ অগ্নিনির্বাপণ পথের ব্যবস্থা রাখার নির্দেশ বারবার দিচ্ছি। সেটা কিন্তু তারা মানে না।

বীমা আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের বিভিন্ন ঝুঁকি এড়াতে বীমা সহযোগিতা করে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের দেশের সাধারণ মানুষ যাতে আরও বীমার দিকে এগিয়ে আসে সে বিষয়ে আপনারা আরও যত্নবান হবেন, যাতে বীমা দাবিগুলো মানুষ সহজে পেতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, যারা অসদুপায় অবলম্বনকারী, তাদের কথা আমি বলছি না। প্রকৃতপক্ষে যাদের প্রাপ্য, তারা যেন সহজে পেতে পারে। এদিকে একটু দৃষ্টি দিতে হবে।