ব্যবসা সমাপনী হিসাব- ২০২৩

প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে পপুলার লাইফের, সীমার নিচে ব্যবস্থাপনা ব্যয়

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালে পপুলার লাইফের প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে। সেই সাথে ব্যয় করেছে নির্ধারিত সীমার চেয়ে কম। এতে কোম্পানিটির উদ্বৃত্ত টাকার পরিমাণ বাড়ছে। শক্তিশালী হয়ে উঠছে বীমা কোম্পানিটির আর্থিক ভিত। যদিও কোম্পানিটির লাইফ ফান্ডে নতুন তহবিল যোগ হয়নি। আবার নতুন বিনিয়োগও হয়নি।

পপুলার লাইফ বলছে, ২০০০ সালে অনুমোদন পাওয়ার পর গেলো বছরগুলোতে বিপুল সংখ্যক গ্রাহকের বীমা পলিসির মেয়াদ পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত কোম্পানিটি প্রায় ৩৮ লাখ গ্রাহকের বীমা দাবি পরিশোধ করেছে। এই বিপুল সংখ্যক বীমা দাবি পরিশোধ করতে হয়েছে উদ্বৃত্ত টাকা ও লাইফ ফান্ড থেকে।

তবে বিগত বছরগুলোর তুলনায় সর্বশেষ ব্যবসা সমাপনীর হিসাবে লাইফ ফান্ড কমেছে অনেক কম, ৩৭ কোটি ১৯ লাখ টাকা। যা আগের বছরে কমেছিল ১শ’ ৪ কোটি ৪১ লাখ টাকা। আগামী দু’এক বছরের মধ্যে দাবি পরিশোধ করতে আর লাইফ ফান্ডে হাত দিতে হবে না। উদ্বৃত্ত টাকা থেকেই দাবি পরিশোধ সম্ভব হবে এবং লাইফ ফান্ডও বাড়বে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সর্বশেষ হিসাব সমাপনীর তথ্য অনুসারে, ২০২৩ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২১ কোটি ৬ লাখ টাকা বা ৩.১১ শতাংশ। এর মধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৪ কোটি ১৫ লাখ টাকা এবং নবায়ন সংগ্রহ বেড়েছে ১৬ কোটি ৯২ লাখ টাকা।  

২০২৩ সালে পপুলার লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ ৬শ’ ৭৬ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম ২শ’ ৫৩ কোটি ৭০ লাখ টাকা। এর আগে ২০২২ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৬শ’ ৫৫ কোটি ৬৮ লাখ টাকা। আর প্রথম বর্ষ প্রিমিয়াম ছিল ২শ’ ৪৯ কোটি ৫৫ লাখ টাকা।

প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধির পাশাপাশি ব্যবস্থাপনা খাতেও ব্যয় কমেছে পপুলাল লাইফ ইন্স্যুরেন্সের। ২০২৩ সালে কোম্পানিটি অনুমোদিত সীমার চেয়ে ১৪ কোটি ৩২ লাখ টাকা কম খরচ করেছে। কোম্পানিটির অনুমোদিত ব্যয়সীমার তুলনায় এই কম খরচের হার ৫.৪০ শতাংশ।

এর মধ্যে কোম্পানিটির প্রত্যক্ষ ব্যয় কমেছে প্রায় ৫ শতাংশ।

২০২৩ সালে ব্যবস্থাপনা খাতে পপুলাল লাইফের খরচের অনুমোদন ছিল মোট ২শ’ ৬৫ কোটি ৪৪ লাখ টাকা। অথচ কোম্পানিটি আলোচ্য বছরে সর্বমোট খরচ করেছে ২শ’ ৫১ কোটি ১২ লাখ টাকা।

অপরদিকে বিপুল সংখ্য গ্রাহকের বীমা দাবি পরিশোধের জন্য ২০২৩ সালে লাইফ ফান্ড কমেছে ৩৭ কোটি ১৯ লাখ টাকা। যা আগের বছরে কমেছিল ১শ’ ৪ কোটি ৪১ লাখ টাকা।

সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী বছরে বীমা দাবি পরিশোধ করার পরও কোম্পানির লাইফ ফান্ড বাড়বে।

সর্বশেষ হিসাব সমাপনী বছর ২০২৩ সালে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মোট লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১ হাজার ৬শ’ ৪০ কোটি ৬ লাখ টাকা।

সরকারি খাতে ৩শ’ ৮২ কোটি ১৫ লাখ টাকা বিনিয়োগসহ ২০২৩ সালে পপুলার লাইফের সর্বমোট বিনিয়োগ দাঁড়িয়েছে ১ হাজার ৬শ’ ২৬ কোটি ৫৮ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৬০ কোটি ৪৩ লাখ টাকা।