ইখতিয়ার উদ্দিন শাহীনের নিয়োগ নবায়নে আইডিআরএ’র না-মঞ্জুরের আদেশ আদালতে স্থগিত

নিজস্ব প্রতিবেদক: স্বদেশ ইসলামী লাইফের মুখ নির্বাহী কর্মকর্তা পদে ইখতিয়ার উদ্দিন শাহীনের নিয়োগ নবায়নে আইডিআরএ’র না-মঞ্জুরের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক গত ২১ মার্চ এই আদেশ দেন।

সেই সাথে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র না-মঞ্জুরের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল নিশি জারি করেছেন আদালত। 

এর ফলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইখতিয়ার উদ্দিন শাহীনের স্বদেশ ইসলামী লাইফের মুখ নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালনে কোন বাধা থাকল না বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী। 

এর আগে ২০২৩ সালের ৩ আগস্ট এক চিঠিতে আইডিআরএ জানায়, ইখতিয়ার উদ্দিন শাহীন স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করতে পারবেন না এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি বীমা কোম্পানিটির ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকবেন না বা এতে অংশগ্রহণ করবেন না।

প্রিমিয়ামের টাকা ব্যক্তিগত একাউন্টে লেনদেন এবং অবৈধভাবে ইনসেনটিভ বোনাস নিয়ে গ্রাহক স্বার্থ ক্ষুন্ন করার অভিযোগে বীমা আইন ২০১০ এর ৫০ ধারার ১(খ) উপ-ধারার প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা প্রদান করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

ইখতিয়ার উদ্দিন শাহীন স্বদেশ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান ২০২০ সালের ৯ জুন। গত ৮ জুন ২০২৩ তারিখে তার নিয়োগ চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

দ্বিতীয় দফায় ইখতিয়ার উদ্দিন শাহীনের নিয়োগ নবায়নের অনুমোদন চেয়ে কর্তৃপক্ষে আবেদন পাঠায় স্বদেশ ইসলামী লাইফ। তবে নিয়োগ নবায়নের এই আবেদন না-মঞ্জুর করেছে আইডিআএ। গত ১৭ আগস্ট ২০২৩ তারিখে এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

পরবর্তীতে গত ২৮ আগস্ট ইখতিয়ার উদ্দিন শাহীনের নিয়োগ নবায়নের আবেদন পুনর্বিবেচনার আবেদন করেন বীমা কোম্পানিটির চেয়ারম্যান। তবে সেই আবেদনও সুরাহা হয়নি। সেই প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হন ইখতিয়ার উদ্দিন শাহীন।