বিআইএ’র টেকনিক্যাল সাব-কমিটির প্রতিনিধি হলেন গিয়াস উদ্দীন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র লাইফ টেকনিক্যাল সাব-কমিটির প্রতিনিধি মনোনিত হয়েছেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।
মোহাম্মদ গিয়াস উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব একচ্যুয়ারিয়াল সায়েন্স (এমএএস) সম্পন্ন করেন। দেশের বীমা শিল্পে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি দেশে এবং দেশের বাইরে বেশ কিছু সেমিনার এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার, ইউএই এ ফ্লেমিং সহ বিভিন্ন দেশের বীমা সংক্রান্ত সেমিনার এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন মোহাম্মদ গিয়াস উদ্দীন।
এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন তিনি। রোটারী ক্লাব অব মতিঝিলের সাবেক প্রেসিডেন্ট তিনি। বর্তমানে তিনি ইউনাইটেড ন্যাশন এর গ্লোবাল ইকোনোমিক ফোরাম- বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োজিত আছেন।