উচ্চ আদালতের নির্দেশ অমান্য, আইডিআরএ’র নিয়োগ প্রক্রিয়া বন্ধে ৪ কর্মকর্তার আইনী নোটিশ

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চলমান নিয়োগ প্রক্রিয়া বন্ধে আইনী নোটিশ পাঠিয়েছেন সংস্থাটির চার জন কর্মকর্তা। কর্তৃপক্ষের এই নিয়োগ প্রক্রিয়ায় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে এ সংক্রান্ত উচ্চ আদালতের রায় পরিপালনের সিদ্ধান্ত লিখিতভাবে জানাতে বলা হয়েছে নোটিশে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং আইডিআরএ চেয়ারম্যান ও সংস্থাটির সদস্য (প্রশাসন)কে ন্যায় বিচার চেয়ে এই নোটিশ পাঠানো হয়েছে। আইডিআরএ’র ওই চার কর্মকর্তার পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহুল তালুকদার পরাগ।

ন্যায় বিচার চেয়ে নোটিশ পাঠানো কর্মকর্তারা হলেন- আইডিআরএ’র সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (গ্রেড-৭) মোহাম্মদ মোরশেদুল মুসলিম; এক্সিকিউটিভ অফিসার (গ্রেড-৮) দেলোয়ার হোসেন ভুঁইয়া ও কাজী আবদুল জাহিদ এবং জুনিয়র অফিসার (গ্রেড-৯) মো. শফিকুল ইসলাম।

নোটিশে বলা হয়, ২০২৩ সালের ৩ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের একটি রায়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী সার্ভিস রেগুলেশন, ২০২১-কে অবৈধ বলা হয়েছে। এই অবৈধ সার্ভিস রেগুলেশনের অধীনে কর্তৃপক্ষের চলমান নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বন্ধ, বাতিল এবং প্রত্যাহার করতে হবে।

একইসঙ্গে রিট পিটিশন নং ১৩১৩৯/২০১৯ এর প্রেক্ষিতে উচ্চ আদালতের দেয়া রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন; ন্যায়বিচার চেয়ে নোটিশ পাঠানো কর্মকর্তাদের অধিকার ক্ষুন্নকারী যেকোন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকা এবং ২৪ ঘণ্টার মধ্যে এ সংক্রান্ত উচ্চ আদালতের রায় পরিপালনের সিদ্ধান্ত লিখিতভাবে জানাতে বলা হয়েছে নোটিশে।

নোটিশ পাঠানো কর্মকর্তাদের এসব দাবি পরিপালন না করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উত্থাপন; নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে নতুন করে রিট আবেদন; দায়ি কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয়, দেওয়ানি ও ফৌজদারি পদক্ষেপসহ মৌলিক অধিকার ক্ষুন্ন করার জন্য দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ ও খরচ দাবিসহ আরও আইনি উদ্যোগ গ্রহণ করা হবে বলেও হুশিয়ারী দেয়া হয় ওই নোটিশে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রোগ্রামার, উপ-পরিচালক, সহকারী পরিচালক, কর্মকর্তা, কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর এই ৬টি শূন্য পদে মোট ১৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

দীর্ঘ ৮ মাস পর এই নিয়োগ ইস্যুতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় গত ১৯ জানুয়ারি। ওই বৈঠকে ষষ্ঠ ও সপ্তম গ্রেডের দুটি পদে ছয়জনকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা গ্রহণ এবং পরদিনই মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।

বাছাই কমিটি গঠন করা হয়েছে- কর্তৃপক্ষের একজন সদস্যকে আহবায়ক, একজন উপসচিবকে সদস্যসচিব এবং একজন নির্বাহী পরিচালককে নিয়ে। কমিটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন প্রতিনিধি ও পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) একজন প্রতিনিধি থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি রাখা হয়নি।