২২ মে বন্ধ থাকবে বীমা খাত
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি বেসরকারি সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির কার্যালয় আগামীকাল বুধবার (২২ মে) বন্ধ থাকবে। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা উপলক্ষ্যে সরকার নির্ধারিত এ ছুটি পালন করবে বীমা খাত।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ সংক্রান্ত কোন নোটিশ বীমা কোম্পানিগুলোকে পাঠানো হবে না বলেও জানিয়েছে সূত্রটি।
আইডিআরএ’র শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে জানান, বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আগামী ২২ মে (বুধবার) ১ দিনের ছুটি পালন করবে।
এ কারণে ব্যাংকিং কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে আগামীকাল বুধবার (২২ মে) বীমা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানেও ছুটি পালন করা হবে, বলেন তিনি।