বীমা দাবি পরিশোধে প্রয়োজনীয় দলিলপত্রের চেকলিষ্ট প্রকাশ করল আইডিআরএ



নিজস্ব প্রতিবেদক:
দ্রুত বীমা দাবি পরিশোধের জন্য গ্রাহকের নিকট চাহিতব্য দলিল পত্রাদির তালিকা বা চেকলিষ্ট প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বীমা দাবি দ্রুত ও সহজে পরিশোধ করতে এবং বীমা খাতে জনগণের আস্থা ফেরাতে বৃহস্পতিবার (৩০ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে সংস্থাটি।

 

এক্ষেত্রে যে সকল দলিল পত্রাদি, তথ্য বীমাকারীর নিকট রক্ষিত কিংবা বীমা করার সময়ে জমা প্রদান করা হয়েছে তা পুনরায় বীমা গ্রাহকের নিকট বীমা কারি দাবি করতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে লাইফ সার্কুলার নং ১৪/২০২৪-তে।

 

এতে আরো বলা হয়েছে, প্রত্যেক লাইফ বীমা কোম্পানিকে বীমা দাবি দ্রুত ও সহজে পরিশোধ করার জন্য চেকলিষ্ট অনুসরণ করে বীমা আইন-২০১০ এর নির্ধারিত সময়সীমার মধ্যে বীমা দাবি পরিশোধ করতে হবে।

   

বিভিন্ন ধরনের বীমা দাবি পরিশোধে যেসব দলিল পত্রাদি দাখিল করতে হবে বীমা গ্রাহককে-

>মেয়াদোত্তীর্ণ বীমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে দলিল পত্রাদির চেকলিষ্ট:
(ক) আবেদনের কপি,
(খ) মূল বীমা দলিল বা পাশ বই,
(গ) গ্রাহকের ব্যাংক হিসাব নম্বর।

>পলিসি সমর্পণ (Surrender Value) নিষ্পত্তির ক্ষেত্রে দলিল পত্রাদির চেকলিষ্ট:
(ক) আবেদনের কপি,
(খ) মূল বীমা দলিল বা পাশ বই,
(ঘ) গ্রাহকের ব্যাংক হিসাব নম্বর।

>মৃত্যুদাবি নিষ্পত্তির ক্ষেত্রে দলিল পত্রাদির চেকলিষ্ট:
(ক) আবেদনের কপি,
(খ) মূল বীমা দলিল বা পাশ বই,
(গ) মৃত্যুর আইনানুগ সনদপত্র,
(ঘ) উত্তরাধিকারী নির্ধারণ সনদ,
(ঙ) নমিনী/ উত্তরাধিকারীগণের ব্যাংক হিসাব নম্বর।

>রিভাইভ (Revive) পলিসি নিষ্পত্তির ক্ষেত্রে দলিল পত্রাদির চেকলিষ্ট:
(ক) আবেদনের কপি,
(খ) মূল বীমা দলিল বা পাশ বই,
(গ) মেডিকেল রির্পোট।

>জীবিত অবস্থায় প্রাপ্ত সুবিধা বিষয়ক বীমাদাবি নিষ্পত্তির (Survival Benefit) ক্ষেত্রে দলিল পত্রাদির চেকলিষ্ট:
(ক) আবেদনের কপি,
(খ) মূল বীমা দলিল বা পাশ বই,
(গ) গ্রাহকের ব্যাংক হিসাব নম্বর।