জীবন বীমা করপোরেশনের ১০ আগস্টের সকল নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা করপোরেশন (জেবিসি)’র আগামী শনিবার (১০ আগস্ট) অনুষ্ঠিতব্য সকল পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার (৬ আগস্ট) জীবন বীমা করপোরেশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই নিয়োগ পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জীবন বীমা করপোরেশনের প্রশাসন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহবুবুল আলম।

তিনি জানান, আগামী শনিবার করপোরেশনের মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার, কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা হওয়া কথা ছিল।

তবে দেশের বর্তমান পরিস্থিতে নিয়োগ পরীক্ষাগুলো স্থাগিত করা হয়েছে এবং সে বিষয়ে টেলিটকের মাধ্যমে সংশ্লিষ্টদের এসএমএস দিয়ে জানাতে বলা হয়েছে।