বীমা খাত নিয়ে ফেইসবুকে অপপ্রচার, জিএম সজলের বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামসহ বিভিন্ন বীমা কোম্পানির বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচার করায় জিএম সজলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাজধানীর মতিঝিল থানায় বাদি হয়ে এই সাধারণ ডায়েরি করেন আলতাফ হোসেন নামের একজন বীমা কর্মকর্তা। জিডি নম্বর- ৩৭৭।  

জিডিতে তিনি অপপ্রচারের বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন।

জিডিতে বলা হয়, এম জিএম সজল নামের জনৈক ব্যক্তি ফেইসবুক লাইভে এসে ‘ব্যাংক বীমা প্রতিদিন ও বীমা সংবাদ প্রতিদিন’ নামীয় দু’টি ফেইসবুক একাউন্ট থেকে দীর্ঘদিন যাবৎ ইন্স্যুরেন্স ফোরাম, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বিভিন্ন বীমা কোম্পানিসহ পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং এর সিইও বি এম ইউসুফ আলী, কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবিরসহ কোম্পানির বিভিন্ন কর্মকর্তাদের ছবিসহ মিথ্যা বিবৃতি দিয়ে বিভিন্ন আন্দোলনের ডাক দেয়া, ভিত্তিহীন বক্তব্য ও মন্তব্য করে ব্যাপক মানহানী ও সুনাম ক্ষুন্ন করছেন।

জিডিতে আরো বলা হয়, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য । তার দেশ-বিদেশে ব্যাপক ব্যক্তি পরিচিতি সুনাম রয়েছে।

অজ্ঞাত কোন কুচক্রী মহলের প্ররোচনায় অন্যায়ভাবে লাভবান হয়ে উক্ত এম জি এম সজল নামধারী ব্যক্তি বীমা সেক্টরকে ধ্বংস করার জন্য মিথ্যা, ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিমূলক বক্তব্য ও মন্তব্য করে বীমা সেক্টরকে ক্ষতিগ্রস্ত করছে এবং বীমা গ্রাহকদের বিভ্রান্ত অস্থিতিশীল করছে যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। উক্ত ব্যক্তি অসৎ উদ্দেশ্যে বীমা সেক্টরসহ, ব্যক্তি, প্রতিষ্ঠানের ক্ষতিসাধন ও মানহানীতে লিপ্ত হয়েছে বলেও উল্লেখ করা হয় জিডিতে।

এতে আরো বলা হয়, উল্লেখিত ব্যক্তির অন লাইন ভিত্তিক বে-আইনী কর্মকাণ্ডে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, বীমা সেক্টর, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ ব্যক্তি প্রতিষ্ঠানের মানহানী করছে যা প্রতিহত করা প্রয়োজন। উক্ত ব্যক্তি আমাদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এর নিয়মিত অফিসিয়াল চলাফেরা-গতিবিধি লক্ষ্য করে উস্কানী প্রদানসহ বিভিন্ন মিথ্যা হয়রানীর অপচেষ্টা এবং ভয়-ভীতি প্রদর্শনমূলক অনলাইনে পোস্ট দিচ্ছেন।