আইডিআরএ কার্যালয়ের নিরাপত্তা জোরদার করতে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কার্যালয়ের নিরাপত্তা জোরদার করতে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) মতিঝিল থানায় এই সাধারণ ডায়েরি করেন সংস্থাটির পরিচালক (প্রশাসন) সুবীর চৌধুরী। জিডি নম্বর- ৪১৭।

জিডিতে বলা হয়, অর্থ মন্ত্রালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অফিস ৩৭/এ, সাধারণ বীমা টাওয়ার (৯ম তলা) এ অবস্থিত। বাংলাদেশে কার্যরত ৮১টি বীমা কোম্পানি/ করপোরেশনের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গতকাল ১৪ আগস্ট ২০২৪ তারিখ বিকেলে দেশের বর্তমান পরিস্থিতির সুযোগে বহিরাগত শতাধিক উচ্ছৃঙ্খল ব্যক্তি কর্তৃপক্ষের কার্যালয়ে প্রবেশ করে এবং আপত্তিকর শ্লোগান ও অঙ্গভঙ্গি প্রদর্শন করে এবং আগামীকাল তারা আবার আসবে বলে হুমকি প্রদান করে।

এর প্রেক্ষিতে সরকারি অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী এবং অফিস সম্পত্তি নিরাপতর স্বার্থে ১৫ আগস্ট ২০২৪ তারিখ থেকে কর্তৃপক্ষের অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে আইডিআরএ’র ওই জিডিতে।

উল্লেখ্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর পদত্যাগের দাবিতে রোববার (১১ আগস্ট) বিকাল ৩টা থেকে আইডিআরএ’র কার্যালয়ে জড়ো হন সোনালী লাইফের কর্মকর্তা ও কর্মচারিরা।

এ সময়ে তারা আইডিআরএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে স্লোগান দেন; হট্টগোল করেন। একইসঙ্গে তারা সোনালী লাইফের প্রশাসকের অপসারণ দাবি করেন। পরবর্তিতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অভিযোগ রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাসপেন্ডেড পরিচালনা পর্ষদের মদদে কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারিরা আইডিআরএ কার্যালয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন।