মাইক্রোবাস দুর্ঘটনায় ট্রাস্ট ইসলামী লাইফের ৩ কর্মকর্তার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: মাইক্রোবাস দুর্ঘটনায় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩ কর্মকর্তার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো ২ জন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে কুমিল্লা-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। বীমা কোম্পানিটির অফিসার (একাউন্স) শাহ জামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সচিব (পিএস) সাখাওয়াত হোসেন সাব্বির, কোম্পানিটির প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত ডেভেলপমেন্ট এডমিন ইনচার্জ মোজাম্মেল হক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক তারেক। আহতরা হলেন- নিহত গাড়ি চালক তারেকে স্ত্রী ও সন্তান।
ট্রাস্ট ইসলামী লাইফের অফিসার (একাউন্স) শাহ জামাল দুর্ঘটনায় আহত একজনের বরাত দিয়ে জানান, কোম্পানির বার্ষিক সম্মেলনের প্রস্তুতির জন্য ওই কর্মকর্তারা কক্সবাজার যাচ্ছিলেন। পথের মধ্যে একটি বাস তাদের গাড়িকে চাপ দেয়। এসময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তবে দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস কুমিল্লায় যাচ্ছিল। পথে চান্দিনা মাধাইয়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়।
এ সময় রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে উল্টে গেলে মাইক্রোবাসে থাকা ৩ যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ সময় মাইক্রোবাসে থাকা আরও ৩ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ পরিবার। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে ইন্স্যুরেন্স নিউজ বিডি।