সাধারণ বীমা করপোরেশনের ৩ পদে লিখিত পরীক্ষা ২৬ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)’র আইটি সংশ্লিষ্ট ৩ পদে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর (শনিবার) বেলা ৩টায় রাজধানীর মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আইটি সংশ্লিষ্ট ৩ পদে লিখিত পরীক্ষার জন্য সর্বমোট ৩৪৬জন প্রার্থীকে বাছাই করা হয়েছে। এরইমধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের বর্তমান ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে সাধারণ বীমা করপোরেশন কর্তৃপক্ষ।
গত ৮ অক্টোবর এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রার্থীদের নতুন করে আর কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রবেশপত্র ব্যতিরেকে কোন প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
তবে কোন প্রার্থীর প্রবেশপত্র সংক্রান্ত সমস্যা থাকলে করপোরেশনের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, সিনিয়র সিস্টেম এনালিস্ট (গ্রেড-৪) পদে ৪ জন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাছাই করা হয়েছে। এসিসট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৯) পদে বাছাইকৃত প্রার্থীর সংখ্যা ৪৭ জন এবং কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬) পদে প্রার্থীর সংখ্যা ২৯৫ জন।
এ বিষয়ে আরো জানতে এখানে ক্লিক করুন।