বিলম্ব ফি ছাড়াই তামাদি পলিসি চালুর সুযোগ জীবন বীমা করপোরেশনে
নিজস্ব প্রতিবেদক: কোন বিলম্ব মাসুল (লেট ফি) ছাড়াই তামাদি বা অনিয়মিত পলিসি পুনরায় চালুর সুযোগ দিচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা করপোরেশন। আগামী ২১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই বিশেষ সুযোগ পাবেন বীমা প্রতিষ্ঠানটির গ্রাহকরা।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে দেশের অর্থনৈতিক মন্দা বিরাজমান থাকায় এমন ঘোষণা দিয়েছে জীবন বীমা করপোরেশন। গত ১৭ অক্টোবর জারি করা এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার-টিএ আবু মোহাম্মদ মাইনুদ্দিন।
বীমা গ্রাহকদের এই বিশেষ সুবিধা গ্রহণের জন্য ৫টি শর্তের কথা উল্লেখ করা হয়েছে অফিস আদেশে। এসব শর্তের মধ্যে রয়েছে-
তামাদি পলিসি পুনরুজ্জীবিতকরণের ক্ষেত্রে পলিসি ঝুঁকি গ্রহণের তারিখ অবশ্যই ১ জানুয়ারি ২০২০ ও তৎপরবর্তী সময় হতে হবে।
অনিয়মিত পলিসি নিয়মিতকরণের ক্ষেত্রে প্রিমিয়াম দেয় তারিখ ১ জানুয়ারি ২০২৩ তারিখ হতে বর্তমান তারিখের মধ্যে হতে হবে।
প্রয়োজনীয় ডাক্তারী চাহিদাদির ক্ষেত্রে ডিজিএইচ প্রদান করলেই চলবে।
সাধারণ ও বিশেষ উভয় পুনর্বহাল করা যাবে। এক্ষেত্রে বিলম্ব মাসুল/ লেইট ফি প্রদান করতে হবে না। তবে বিশেষ পুনর্বহালের ক্ষেত্রে পলিসি বীমাযোগ্য বয়সের মধ্যে হতে হবে এবং বয়স বৃদ্ধিজনিত পার্থক্য প্রিমিয়াম লভ্যাংশসহ প্রদান করতে হবে।
এই সার্কুলার আগামী ২১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।