আগামী ২৩ ডিসেম্বর বিআইএফ'র সাথে আইডিআরএ'র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর সাথে মতবিনিময় সভা আয়োজন করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

আগামী ২৩ ডিসেম্বর (সোমবার) বেলা ৩টায় কর্তৃপক্ষের সভা কক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

অনুষ্ঠানে বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের পাশাপাশি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সকল সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আজ রোববার (১৫ ডিসেম্বর) কর্তৃপক্ষের উপসচিব ও পরিচালক (প্রশাসন) ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।