নন-লাইফ বীমার মুখ্য নির্বাহীদের সাথে মতবিনিময় করবে এসবিসি
নিজস্ব প্রতিবেদক: নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবে রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) ।
আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টায় করপোরেশনের প্রশিক্ষণ কেন্দ্রে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।এতে সভাপতিত্ব করবেন এসবিসি চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
সাধারণ বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার এস এম শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানো হয়। করপোরেশনের পিএসবি ম্যানেজমেন্ট কমিটির ১০৪তম সভায় মতবিনিময় করার সিদ্ধান্ত নেয়া হয় বলে এতে উল্লেখ করা হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্টসহ সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।