এসবিসি’র সহকারী ম্যানেজার পদে মৌখিক পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)'র সহকারী ম্যানেজার (গ্রেড-৯) এবং সহকারী ম্যানেজার (প্রকৌশল- গ্রেড-৯) পদে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) ।

বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, সহকারী ম্যানেজার (গ্রেড-৯) পদের মৌখিক পরীক্ষার আগামী ২৯ ডিসেম্বর (রোববার) থেকে ৯ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত ১১টি ধাপে অনুষ্ঠিত হবে।  এ পদের মৌখিক পরীক্ষায় মোট ৩৫৯ জন অংশ নেয়ার কথা রয়েছে।

আর সহকারী ম্যানেজার (প্রকৌশল- গ্রেড-৯) পদের মৌখিক পরীক্ষার আগামী ৯ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৪টা এবং সন্ধ্যা ৬টা থেকে দু’টি সেশনে অনুষ্ঠিত হবে। এ পদের মৌখিক পরীক্ষায় ২৪ জন অংশ নেয়ার কথা রয়েছে।

উভয় পদের মৌখিক পরীক্ষা সাধারণ বীমা করপোরেশনের বোর্ড কক্ষ (১০ম তলা, প্রধান কার্যালয়, ৩৩ দিলকুশা বা/এ, ঢাকা- ১০০০- এই ঠিকানায় অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় ৯ ধরণের কাগজপত্র বা দলিলাদি সঙ্গে আনতে বলা হয়েছে এবং প্রার্থীদের পরিপালনীয় ৯টি নির্দেশনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সাধারণ বীমা করপোরেশনের মানব সম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার এস এম শাহ আলম।

মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন