বেঙ্গল ইসলামী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান আর নেই

নিজস্ব প্রতিবেদক: বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্প প্রধান এম এ রব খান আর নেই। আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হয়ে আজ সোমবার (৩০ ডিসেম্বর) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

বীমা কোম্পানিটির একাধিক সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এম এ রব খান এর আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট (আরবিডিএম) পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ের বাবা।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাকে গ্রামের বাড়িতে নেয়া হবে এবং সেখানে দ্বিতীয় দফা জানাযা শেষে কবরস্থ করা হবে।

এম এ রব খানের এই অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিবার। কোম্পানির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।