সোনালী লাইফ ও রূপালী ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস আর নেই
নিজস্ব প্রতিবেদক: সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস আর নেই।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
সংশ্লিষ্ট সূত্রে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
আজ শনিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা নামাজ এবং বাদ মাগরিব কুমিল্লার মিয়া বাজারে হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মোস্তফা গোলাম কুদ্দুস রপ্তানিমুখী সোয়েটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগন গ্রুপের চেয়ারম্যান এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি।
উল্লেখ্য, পুলিশের চাকরি থেকে অবসর নিয়ে ১৯৮৭ সালে একটি সোয়েটার কারখানা স্থাপন করেন মোস্তফা গোলাম কুদ্দুস। এই কারখানায় উৎপাদনের মাধ্যমে সোয়েটারের বৈশ্বিক বাজারে প্রবেশ করে বাংলাদেশ।