ডেল্টা লাইফের চাকরিচ্যুত কর্মকর্তাদের মানববন্ধন, শ্রম আদালতে আপিলের পরামর্শ দিল আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের শ্রম আদালতে আপিল করার পরামর্শ দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বীমা কোম্পানিটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান।
এদিন সকালে আইডিআরএ কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এই সময়ে সংস্থাটির চারজন সদস্যই উপস্থিত ছিলেন বলে জানান ডেল্টা লাইফের চাকরিচ্যুত কর্মকর্তারা।
চাকরিচ্যুত কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, আইডিআরএ চেয়ারম্যান মিটিং চলাকালে আমাদেরকে সেখানে ডেকে নেন। তিনি (চেয়ারম্যান) জানান, আমাদের বিষয়টি নিয়ে আইডিআরএ’র কিছু করার নেই। এসময় তিনি আমাদের সবাইকে একইসাথে শ্রম আদালতে আপিল করার পরামর্শ দেন।
মানববন্ধনে ডেল্টা লাইফের চাকরিচ্যুত সকল কর্মকর্তা-কর্মচারীর পরিবারের কথা বিবেচনা করে তাদের চাকরিতে পূনর্বহাল করার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করেন।
বীমা কোম্পানিটির সচেতন শেয়ারহোল্ডার, পলিসিহোল্ডার ও ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।